
মঙ্গলবার ০৬ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। ফের একবার শিরোনামে উর্বশী রাউটেলা! তবে এবার কোনও ফ্যাশন স্টেটমেন্ট বা সিনেমা নয়—খবরের কেন্দ্রে একেবারে ‘উর্বশী মন্দির’!
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন—বদ্রীনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে তাঁর নামে একটি মন্দির, ‘উর্বশী মন্দির’! উর্বশীর করা এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। অভিনেত্রী মুখে এমন দাবি শুনে হতবাক সবাই। ভাইরাল হওয়া ওই সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যাচ্ছে প্রশ্নকর্তা একাধিকবার এই প্রশ্নটি করছেন। কারণ তিনিও নিশ্চিত হতে পারছেন না উর্বশী মজা করছেন কি না। কিন্তু না—উর্বশী রাউটেলা ছিলেন একেবারে সিরিয়াস। প্রত্যেকবারই বললেন, “হ্যাঁ, উর্বশী মন্দির ওখানে আছে।”
শুধু এতেই থেমে থাকেননি তিনি। বদ্রীনাথের পাশের মন্দিরে ভক্তরা কী করেন, সেই প্রশ্নে উর্বশী বলেন, “মন্দির তো মন্দিরই হয়! আরে, প্রণামই তো করে সকলে।” তাঁকে তিনবার জিজ্ঞেস করা হলেও প্রত্যেকবার অত্যন্ত নির্ভরতার সঙ্গে উর্বশী জানান, “হ্যাঁ, ওখানেই আছে, উর্বশী মন্দির।”
তবে এখানেই শেষ নয়। বললেন, এবার দক্ষিণ ভারতে নিজ নামে আরেকটি মন্দির চান তিনি— তাঁর যুক্তি, দক্ষিণে যেভাবে তাঁর কাজ চলছে, সেখানে ভক্তদের জন্য এমন একটি স্থান থাকা উচিত। উর্বশীর বক্তব্য, “গত দেড় বছরে আমি মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে কাজ করেছি, কাজ করেছি পবন কল্যাণ ও বালাকৃষ্ণর মতো তারকাদের সঙ্গে। ওঁদের নামে যদি মন্দির থাকতে পারে, তাহলে আমার ভক্তদের জন্যও একটা প্রার্থনার স্থান থাকা উচিত।”
সাক্ষাৎকারে তিনি আরও জানান, চারধাম যাত্রায় কেউ গেলে প্রায় এক কিলোমিটার পথ এগোলে চোখে পড়বে সেই ‘উর্বশী মন্দির’। আর সেখানেও নাকি দর্শনার্থীরা মাথা নত করেন, প্রার্থনা করেন, ঠিক যেমনটা অন্য যে কোনও মন্দিরে হয়।
বাকি তারকারা যেখানে এসব ইচ্ছে নিজেদের সুদূর কল্পনাতেও আনেন না, সেখানে উর্বশী রাউটেলা দাপটের সঙ্গে বলছেন—উত্তরে একটা আছে, দক্ষিণে আরেকটা হোক!
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?